Kashmir-Pandit : হিন্দু পণ্ডিতদের কাশ্মীর ছাড়ার হুমকি – চিঠি দিল পাক জঙ্গি সংগঠন

0
1

হিন্দু পণ্ডিতদের অবিলম্বে কাশ্মীর ছেড়ে চলে যেতে হবে । আর কাশ্মীরে থাকলে সপরিবারে মরতে হবে। এবার এভাবেই কাশ্মীরি হিন্দু পণ্ডিতদের হুমকি চিঠি দিল পাকিস্তানের জঙ্গি সংগঠন । পাক জঙ্গি সংগঠন লস্কর-ই-ইসলাম এই হুমকি চিঠি পাঠানোর কথা স্বীকার করে নিয়েছে। কাশ্মীরের পণ্ডিত সম্প্রদায়কে তারা জানিয়েছে, হয় কাশ্মীর ছাড়ো নয় মরো।

এদিকে মাত্র কয়েকদিন আগেই রাহুল ভট্ট নামে কাশ্মীরের পণ্ডিত সম্প্রদায়ের এক যুবককে গুলি করে খুন করে জঙ্গিরা। পাক জঙ্গি সংগঠন ‘কাশ্মীর টাইগার্স এই হামলার দায় স্বীকার করলেও এখনো পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি কাশ্মীর পুলিশ। তারপরেও কাশ্মীরি পণ্ডিতদের উদ্দেশ্য করেই হুমকি দিয়েছে জঙ্গিরা।

স্বাভাবিকভাবেই উপত্যকার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রাণভয়ে আতঙ্কে কাঁপছেন কাশ্মীরি পন্ডিতরা। একের পর এক জঙ্গি সংগঠন কাশ্মীরি পণ্ডিতদের হুমকি দিয়ে চলেছে। হত্যা করে চলেছে। শুধু তাই নয় হুমকি চিঠিতে জঙ্গি সংগঠন নাকি স্পষ্ট করে লিখে দিয়েছে , কাশ্মীরি পণ্ডিতদের নিরাপত্তা যতই বাড়ানো হোক, মরতে তাদের হবেই।