কলকাতা নাইট রাইডার্স শেষ পর্যন্ত প্লে-অফে খেলবে কি না, তা নির্ভর করছে জটিল অঙ্কের হিসেবের উপরে। তবে তার আগে বুধবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নিজেদের শেষ ম্যাচটা বড় ব্যবধানে জিততেই হবে নাইটদের। এই কঠিন পরিস্থিতিতে আন্দ্রে রাসেলকেই সেরা বাজি মনে করছেন তাঁরই সতীর্থ টিম সাউদি।

দল হতাশ করলেও, এবারের আইপিএলে ব্যাটে-বলে দুর্দান্ত ফর্মে রয়েছেন রাসেল। ১৩ ম্যাচে ৩৩০ রান করার পাশাপাশি ১৭ উইকেট দখল করেছেন কেকেআরের ক্যারিবিয়ান অলরাউন্ডার। শেষ দুটো ম্যাচে কেকেআরকে জেতাতে বড় ভূমিকা পালন করেছিলেন রাসেল। সাউদি বলছেন, ‘‘বিশ্ব ক্রিকেটে রাসেল সেই হাতেগোনা কয়েকজনের মধ্যে একজন, যে কিনা ২২ গজে ম্যাজিক দেখাতে পারে। ও সত্যিই স্পেশ্যাল।’’ নাইটদের কিউয়ি পেসার আরও যোগ করেছেন, ‘‘গোটা টুর্নামেন্ট জুড়ে রাসেল অসাধারণ ফর্মে রয়েছে। দলের প্রয়োজনে সব সময় পারফর্ম করেছে।’’
আরও পড়ুন- বধিরদের অলিম্পিকে ভারতের জয়জয়কার, ব্যাডমিন্টনে সোনা জিতে ইতিহাস শ্রেয়া শ্রিংলার
 
 






 
 
 
 
 
 
 
 































































































































