Amit Shah-puja : অমিত- পূজার ছবি শেয়ার, মামলা দায়ের বলিউড পরিচালকের বিরুদ্ধে

0
1

আর্থিক তছরুপের দায়ে ধৃত বিহারের প্রাক্তন সচিব ও আইএস অফিসার পূজার সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র একটি পুরনো ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রীতিমতো আইনি জালে এক বলিউডি পরিচালক। উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি পুরনো ছবিকে এখন পোস্ট করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে এই অভিযোগ আনা হয়েছে ওই বলিউড পরিচালকের বিরুদ্ধে। আমমেদাবাদ পুলিশ স্বতঃপ্রণোদিত ভাবে মামলা দায়ের করেছে। তাকে গ্রেফতারও করা হতে পারে ।  বলিউডের ওই পরিচালকের নাম অবিনাশ দাস। ‘আনারকলি অব আরা’ ওয়েব সিরিজের পরিচালক অবিনাশ।

কেন্দ্রের মনরেগা প্রকল্পের টাকা তছরুপের অভিযোগের বিহারের প্রাক্তন খনিসচিব এবং আইএএস অফিসার পুজাকে গ্রেফতার করে পুলিশ। পূজার বাড়ি- অফিসে তল্লাশি চালিয়ে ১৯ কোটি টাকা উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আমেদাবাদ পুলিশ জানিয়েছে দুর্নীতিগ্রস্ত একজন প্রাক্তন আমলার সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি পোস্ট করে দেশের মানুষকে প্রভাবিত করার চেষ্টা করেছেন পরিচালক অবিনাশ। অসৎ উদ্দেশ্য নিয়ে অত্যন্ত ‘সচেতন ভাবে’ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ভাবমূর্তি কলুষিত করার চেষ্টার অভিযোগ আনা হয়েছে বলিউড পরিচালকের বিরুদ্ধে।