অভিনেত্রী পল্লবী দে মৃত্যু রহস্যে নতুন মোড় । সোমবার দুপুরে হঠাৎই পল্লবীর বাবা-মা গড়ফা থানায় গিয়ে খুনের অভিযোগ দায়ের করলেন। সঙ্গে ছিলেন তাদের ব্যক্তিগত আইনজীবীও।
পল্লবীর বাবা প্রথম দিন থেকেই দাবি করে আসছিলেন যে তাদের মেয়ে আত্মহত্যা করতে পারে না। এটা সম্ভবত খুনের ঘটনা। কে খুন করেছে তা পুলিশ অবিলম্বে খুঁজে বের করুক। সোমবার সেই বিশ্বাস নিয়েই পল্লবীর বাবা-মা গড়ফা থানায় গিয়ে অভিযোগ দায়ের করলেন। যদিও থানায় তারা ঠিকই নিয়ে অভিযোগ করেছেন তা এখনও প্রকাশ্যে আসে নি। কারণ সাংবাদিকদের কাছে প্রশ্নের উত্তরে পল্লবীর পরিবার জানিয়েছেন পুলিশের কাছে সরাসরি খুনের অভিযোগ জানানো হয়নি এখনো। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে তবেই পরবর্তী পদক্ষেপ করা হবে।

সোমবারই পল্লবীর ময়নাতদন্ত হয়েছে। আর তারপরই গরফা থানায় হাজির হন অভিনেত্রীর বাবা নীলু দে এবং তাঁর মা। পুলিশ সূত্রে খবর, পল্লবীর মৃত্যুর ঘটনায় খুনের অভিযোগই দায়ের করতে চলেছেন তাঁরা। কিন্তু এখনই এনিয়ে প্রকাশ্যে মুখ খুলতে তাদের আইনজীবী সম্ভবত বারণ করেছেন। তাই কার বিরুদ্ধে অভিযোগ, ঠিক কী অভিযোগ তা নিয়ে মুখ খুলতে চায়না পল্লবীর পরিবার।




































































































































