নেট লাগিয়েও সুরাহা হয়নি। ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা মা উড়ালপুলে (Maa Flyover)। হাত কাটল ট্রাফিক সার্জেন্টের। রবিবার, বেলায় মা উড়ালপুল দিয়ে বাইকে করে পার্ক সার্কাস থেকে সায়েন্স সিটির দিকে যাচ্ছিলেন ট্রাফিক সার্জেন্ট হাসানুজ্জামান (Hasanujjaman)। অভিযোগ, সেই সময়ই আচমকা চিনা মাঞ্জায় লেগে তাঁর হাতের তালু কেটে যায়। ঘটনায় ফের প্রশ্নের মুখে নজরদারি। এর আগেই চিনা মাঞ্জা রুখতে ব্যবস্থা নিতে বলা হয়েছিল ট্রাফিক পুলিশকে (Traffic Police)। সেই মতো কিছুটা অংশে জাল লাগানো হয়। কিন্তু তাতেও যে সমস্যা মেটেনি, তা এদিনের ঘটনায় স্পষ্ট।



































































































































