বিজেপি-র মোকাবিলায় কংগ্রেসই! চিন্তন বৈঠকে মন্তব্য রাহুলের, ফুৎকারে ওড়াল তৃণমূল

0
1

কংগ্রেসের চিন্তন বৈঠক। আর সেখানে দলীয় নেতা-কর্মীদের উজ্জীবিত করতে ভোকাল টনিক দেওয়ার চেষ্টা করলেন কংগ্রেস (Congress) সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। আর এক কল্পনার জাল বুনলেন তিনি। তাঁর দাবি, দেশে বিজেপি-র মোকাবিলা করতে পারে কংগ্রেস। কিন্তু রাহুলের দাবি ফুৎকারে উড়িয়ে দিলেন সৌগত রায়। একই সঙ্গে রাহুল গান্ধীর মতে, আঞ্চলিক দলগুলির নাকি কোনও মতাদর্শ নেই। এর উত্তরে তাঁকে ধুয়ে দেন তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougata Ray)।

 

 

দেশের সব নির্বাচনে ভরাডুবি। নিজেদের গড় বলে দাবি করা উত্তপ প্রদেশ হাতছাড়া। দলীয় নেতা-কর্মীদের উজ্জীবিত করতে চিন্তন বৈঠকে রাহুল গান্ধী বলেন, দেশে বিজেপিকে মোকাবিলা করতে পারে কংগ্রেস। কারণ, আঞ্চলিক দলগুলির মতাদর্শ নেই।

 

 

কিন্তু প্রশ্ন হল, যদি আঞ্চলিক দলগুলি শক্তিশালী নাই হয়, তাহলে বিভিন্ন রাজ্য কীভাবে তারা রাজ করছে। আর সেই সব রাজ্যে কংগ্রেস কেই সাইনবোর্ডে পরিণত হয়েছে! বাংলা তৃণমূল, দিল্লি-পঞ্জাবে আপ, মহারাষ্ট্রে শিবসেনা-সহ বিভিন্ন জায়গায় আঞ্চলিকদল রয়েছে শাসনে। আর সেখানে কংগ্রেসের অবস্থা শোচনীয়। সারা দেশের নিরিখে কংগ্রেসের এমন হাল, যে লোকসভায় বিরোধীদল নেতা দিতে পারে না। পাল্টা তৃণমূল সাংসদ সৌগত রায় তোপ দেগে বলেন, আঞ্চলিক দলগুলি প্রাসঙ্গিক না হলে ক্ষমতায় রয়েছে কী করে। রাহুলের কথার কোনও বাস্তব ভিত্তি নেই।

 

রাজনৈতির মহলের মতে, বাস্তবের সঙ্গে যোগ নেই কংগ্রেস নেতার। চিন্তন বৈঠকে কথার কথা বলার মতোই ফুঁ দিয়ে কংগ্রেসের ফানুস ফোলাতে চাইছেন তিনি। তবে, বাস্তবের চিত্রটা একেবারেই আলাদা।