ডোমজুড়ে শুটআউট, নিহত ১ দুষ্কৃতী

0
1

রবিবার সাতসকালেই শুটআউট। ডোমজুড়ের মাকড়দহ বাজারের কাছে এক দুষ্কৃতীকে লক্ষ্য করে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। স্থানীয় সূত্রে খবর, সকাল ৮টা নাগাদ স্কুটারে চড়ে বাজারে যাচ্ছিল তাপস দলুই নামে ওই দুষ্কৃতী। অভিযোগ, তিন দুষ্কৃতী খুব কাছ থেকে তাকে গুলি করে। ওই দুষ্কৃতীর মাথা ও বুকে গুলি লাগে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।ইতিমধ্যেই ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।


আরও পড়ুন: পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন বিজেপি নেতা






পুলিশ সূত্রে খবর, এলাকার সমাজবিরোধী নামেই পরিচিত ছিল তাপস। মাসখানেক আগে জেল থেকে ছাড়া পায় ওই দুষ্কৃতী। মৃতের বিরুদ্ধে খুন ও তোলাবাজির একাধিক অভিযোগ ছিল বলে পুলিশ জানিয়েছে। পুরনো আক্রোশের জেরে খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। আপাতত তাঁর মৃতদেহ উদ্ধার করে সেটিকে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।