বয়স মাত্র দু’বছর তিন মাস। এখনও স্কুলে(School)ভর্তি হয়নি ঈশিতা মাজি(Ishita Maji)। এই বয়সেই মাত্র ২ মিনিট ২৩ সেকেন্ডের মধ্যে ১০০টি দেশের রাজধানীর নাম বলে সে অনর্গল এবং ২৭ সেকেন্ডের মধ্যে দেশের ২৯টি রাজ্যের রাজধানীর নাম বলতে পারে সে অনায়াসে। রাজ্যের ২৯টি জেলার নামও মুখস্ত। এই কারণেই সম্প্রতি ‘ইন্ডিয়া বুক অব রেকর্ডস’স্বীকৃতি দিয়েছে তাকে। একেবারে রেকর্ড বইয়ে ঢুকে পড়েছে বাঁকু়ড়ার মেয়ে ঈশিতা মাজি। মা-বাবার উদ্যোগেই রেকর্ড কর্তৃপক্ষ ঈশিতার কথা জানতে পারেন।
ঈশিতার বাবা হরিশঙ্কর মাজি বাঁকুড়ার মেজিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং মা গৃহবধূ। কর্মসূত্রে মেজিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের আবাসনে দু’মেয়েকে নিয়ে থাকেন মাজি দম্পতির। তাঁরা জানিয়েছেন, দেড় বছর বয়সে কথা বলতে শিখেছিল ঈশিতা।কিন্তু এক বছর সাত মাস তাঁর মধ্যে এই প্রতিভা দেখা দিতে শুরু করে। তখন থেকেই সব নির্ভুল ভাবে মনে রাখতে পারে ঈশিতা।এমনকি দিদির পড়াও নির্ভুল ভাবে আধো ভাষায় সব বলে দেয়। তখন থেকেই ঈশিতাকে বিভিন্ন রাজ্য, অন্যান্য দেশের রাজধানীর নাম শেখাতে শুরু করেন তার মা। কয়েক দিনের মধ্যেই দেশের ২৯টি রাজ্য ও ১০০টি দেশের রাজধানীর নাম মুখস্ত করে ফেলে সে।
মেয়ের প্রতিভাকে তুলে ধরতে ‘ইন্ডিয়া বুক অব রেকর্ডস’ -এর স্বীকৃতির চেষ্টা শুরু করেন তার বাবা এবং মা। ঈশিতার মুখস্ত থাকা মোট ১৭টি বিষয়ের ভিডিয়ো তৈরি করে তা পাঠানো হয় ওই সংস্থার দফতরে। সেগুলি যাচাই করে স্বীকৃতি দিয়েছে ‘ইন্ডিয়া বুক অব রেকর্ডস’।ঈশিতাকে পাঠানো হয়েছে পদক, শংসাপত্র-সহ পুরস্কার।
বাবা মা চান ঈশিতার যেন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসেও জায়গা পায়। সেই লক্ষেই এগচ্ছেন তাঁরা।