ফের কোভিড পজিটিভ অভিনেতা অক্ষয় কুমার

0
6

করোনা আক্রান্ত বলিউড অভিনেতা অক্ষয় কুমার।এইনিয়ে দ্বিতীয়বার কোভিড পজিটিভ হলেন তিনি। নিজের টুইটার হ্যান্ডেল থেকে নিজেই এই দুঃসংবাদটি জানিয়েছেন অভিনেতা। পাশাপাশি টুইট বার্তায় তিনি জানিয়েছেন, কান উৎসবেও যোগ দিতে পারবেন না।

আরও পড়ুন:Andrew Symond: প্রয়াত প্রাক্তন ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস


টুইটে তিনি লেখেন, “গর্বিত ভারতবাসী হিসাবে কান চলচ্চিত্র উৎসবে যাওয়ার কথা ভেবেছিলাম। তবে দুঃখের বিষয় আমি করোনা আক্রান্ত। বর্তমানে বিশ্রাম নেব। অনুরাগ ঠাকুর-সহ গোটা টিমকে আমার শুভেচ্ছা। সত্যিই খুব মিস করব।”

প্রসঙ্গত গতবছর ‘রামসেতু’ ছবির শুটিংয়ের মাঝে করোনা আক্রান্ত হয়েছিলেন অক্ষয় কুমার। বর্তমানে ‘পৃথ্বীরাজ’ ছবির কাজে ব্যস্ত ছিলেন তিনি। আর আবার ফের করোনা তাঁর শরীরে বাসা বেঁধেছে। এর ফলে আপাতত বিশ্রামেই থাকতে হবে অভিনেতাকে।