পশ্চিম দিল্লির অগ্নিকাণ্ডের(DelhiFire) ঘটনায় গ্রেফতার(Arrest) হল সেই বিল্ডিংয়ের মালিককে। আগুন লাগার সময় অভিযুক্ত মালিক মনীশ লাকরা ও তাঁর পরিবারও ওই বিল্ডিংয়েই ছিল তারপরেই একটি ক্রেনের সাহায্যে বাইরে আসে এবং পালিয়ে যায় অভিযুক্ত । রবিবার গ্রেফতার হল সে।
এর পাশাপাশি জানা গেল আরও এক চমকপ্রদ, মর্মান্তিক তথ্য দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশনের চারতলা বিল্ডিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন যে ২৭ জন তার মধ্যে ২১ জনই মহিলা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অন্তত ১২ জন নিখোঁজ ২৯ জন। দ্বিতীয় তলায় মিলেছে বেশ কিছু পোড়া দেহাংশ। জানা গিয়েছে,করোনা অতিমারীতে (Corona Pandemic)কাজ হারিয়েছিলেন অনেকেই। তাই সংসার চালাতে বহু বাড়ির মহিলারা এই বিল্ডিংয়ের অফিসে কাজ নিয়েছিলেন। এই কাজই ডেকে নিয়ে এল মৃত্যু। এঁদের মধ্যে এখনও পর্যন্ত ৮ জনের পরিচয় জানতে পেরেছে পুলিশ।
পুলিশ সূত্রের খবর যে ২৯ জন এখনও নিখোঁজ, তাঁদের মধ্যে ২৪ জনের তালিকা তৈরি করা হয়েছে। তাঁদের খুঁজতে চলছে তল্লাশি। ওই বিল্ডিংয়ে অগ্নি নির্বাপণের কোনও ব্যবস্থা ছিল না। এমনকী দমকলের তরফে ফিট সার্টিফিকেটও ছিল না। তা সত্ত্বেও কীভাবে এতগুলি অফিস সেখানে ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন- ‘আত্মহত্যা নয় হয়তো খুনই করা হয়েছে মেয়েকে,’ অভিযোগ পল্লবীর বাবার
জানা গিয়েছে, বিল্ডিংয়ের তৃতীয় তলে মোটিভেশনাল স্পিচের যে অনুষ্ঠান চলছিল, তার বক্তা কৈলাশ জয়নী ও তাঁর ছেলে অমন জয়নীও অগ্নিকাণ্ডে প্রাণ হারান। ময়নাতদন্ত করে প্রত্যেকের পরিচয় জানার চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে খবর।