৩০ বছর ধরে ৬০ জনেরও বেশি ছাত্রীকে যৌন নিগ্রহ করেছেন বলে অভিযোগ এক শিক্ষক তথা সিপিএম নেতার বিরুদ্ধে। এই চরম নিন্দনীয় ঘটনাটি ঘটেছে কেরলের মলপ্পুরম জেলায়। অবসরপ্রাপ্ত ওই শিক্ষক তথা স্থানীয় পুরসভার সিপিএম কাউন্সিলর কেভি শশীকুমারকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গিয়েছে কর্মজীবনে প্রবল প্রভাবশালী হওয়ায় ওই শিক্ষকের নামে কেউ কোনো অভিযোগ করতে পারেনি কিন্তু চলতি বছরের মার্চ মাসে মলপ্পুরমের সেন্ট জেমস গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষক পদ থেকে শশীকুমার অবসর নেওয়ার পরেই এক এক করে অভিযোগ সামনে আসতে থাকে। প্রথমেই এক ছাত্রী সোশ্যাল মিডিয়ায় ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তোলেন। এর পর একের পর এক অভিযোগ সামনে আসতে থাকে। কয়েক জন নির্যাতিতা পুলিশে এফআইআর দায়ের করেন।আর লাগাতার অভিযোগ আসছে থাকায় গা ঢাকা দিয়েছিলেন মলপ্পুরম পুরসভার তিন বারের সিপিএম কাউন্সিলর শশীকুমার। কিন্তু শেষ রক্ষা হল না পুলিশ গ্রেফতার করল শিক্ষককে।

































































































































