এনজেপি স্টেশনের কাছে লাইনচ্যুত পার্সেল ভ্যান, আটকে বহু দূরপাল্লার ট্রেন

0
1

এনজেপি স্টেশন থেকে কলকাতাগামী লাইনে একটি পার্সেল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এর জেরে এনজেপি রুটে বিপর্যস্ত হয়ে পড়েছে রেল পরিষেবা। আটকে রয়েছে বহু যাত্রীবাহী ট্রেন। ফলে কলকাতা থেকে এনজেপিগামী একাধিক ট্রেন রাঙাপানি রেল স্টেশনে দাড়িয়ে রয়েছে। র্দাঁড়িয়ে রয়েছে আপ বেঙ্গালুরু, আপ জয়পুর এক্সপ্রেস। মূলত আপ ট্রেনগুলিই আটকে গিয়েছে।

 

কী কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে । রেল সূত্রে জানানো হয়েছে প্রাথমিকভাবে মরে করা হচ্ছে ভুল সিগন্যালের কারণে এই বিপর্যয়। তবে গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। শুক্রবার রাতেই রেলের উচ্চপদস্থ ইঞ্জিনিয়ার এবং আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন । রেল পরিষেবা যাতে দ্রুত স্বাভাবিক করা যায় সে ব্যাপারে চেষ্টা করা হচ্ছে । শনিবার বেলার দিকে রেল পরিষেবা স্বাভাবিক হতে পারে বলে মনে করা হচ্ছে।