রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার কমিশনে রাশিয়ার বিরুদ্ধে ভোটাভুটিতে অংশ নিল না ভারত

0
1

রাশিয়া বিরোধিতাকে পাশ কাটিয়ে ফের একবার রাষ্ট্রসঙ্ঘে(United Nation) ভোটদান থেকে বিরত থাকল ভারত(India)। ইউক্রেনে- রশিয়ার(Russia) সেনাবাহিনীর হামলার বিরোধিতায় রাষ্ট্রপুঞ্জ মানবাধিকার পরিষদে আনা নিন্দা প্রস্তাব থেকে নিজেদের দুরেই রাখল নয়াদিল্লি। যদিও আলোচনার মাধ্যমে ইউক্রেন সমস্যা সমাধানের দাবিতে সওয়াল করেছেন রাষ্ট্রসঙ্ঘে ভারতের প্রতিনিধি ইন্দ্রমনি পাণ্ডে(Indramani Pandey)।

এর আগে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদ ও সাধারণ সভায় ইউক্রেনে রাশিয়ার হামলার জেরে আনা নিন্দা প্রস্তাবের ভোটাভুটি থেকে নিজেদের বিরত রেখেছিল ভারত। মানবাধিকার পরিষদেও নিজেদের অবস্থান থেকে একপাও নড়ল না নয়াদিল্লি। ভারতের পাশাপাশি ভোটদান থেকে বিরত ছিল আরও ১২ টি দেশ। যেগুলি হল, আর্মেনিয়া, বলিভিয়া, ক্যামেরুন, কিউবা, কাজাখস্তান, নামিবিয়া, সেনেগাল, সুদান, উজবেকিস্তান, ভেনিজুয়েলা এবং পাকিস্তান। তবে ভোটদান এড়ালেও রাষ্ট্রসঙ্ঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি জানিয়েছিলেন, সঙ্ঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে ইউক্রেন সমস্যার সমাধান চায় ভারত। তাই বৈরিতা এবং হিংসা বন্ধের জন্য সংশ্লিষ্ট সব পক্ষের কাছে আবেদন জানানো হচ্ছে। উল্লেখ্য, রাশিয়ার বিরুদ্ধে জেনিভায় গৃহীত প্রস্তাবে ইউক্রেনে রুশ ফৌজের মানবাধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা করা হয়েছে।