দিল্লির পর এবার অমৃতসরের গুরু নানক হাসপাতালে বিধ্বংসী আগুন

0
1

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের(Fire) রেশ কাটতে না কাটতেই ফের অগ্নিকাণ্ডের ঘটনা। এবার আগুন লাগল পাঞ্জাবের(Punjab) অমৃতসরের(Amritsar) গুরু নানকদেব হাসপাতালে(Hospital)। যদিও এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা গিয়েছে, এদিন ওই হাসপাতালের রেকর্ড রুমে প্রথমে আগুন লাগে। হাসপাতালের মেডিকেল সুপারিন্টেন্ডেন্টের পাশের ঘরটিই ছিল রেকর্ড রুম। প্রথমে সেই ঘর থেকে কালো ধোয়া বের হতে দেখা যায়। ঘটনার জেরে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন হাসপাতালে ভর্তি থাকা রোগীরা। হাসপাতাল থেকে বাইরে বের হওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায় রোগীদের মধ্যে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় দমকল। প্রাথমিকভাবে দমকল আধিকারিকদের অনুমান শটসার্কিট থেকে এই আগুন লাগে। তবে ঘটনায় হতাহতের কোনও খবর না পাওয়া গেলেও ওই রেকর্ড রুমের যাবতীয় নথিপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। পাশাপাশি হাসপাতালে থাকা রোগীদের সেখান থেকে বের করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে দমকল বিভাগ।