কাটোয়া হাসপাতালে ৩ লাখের বিরিয়ানি, কোটি টাকার ভুয়ো বিল! সরব রোগী কল্যাণ সমিতি

0
1

ভুয়ো বিলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ রোগী কল্যাণ সমিতির। পূর্ব বর্ধমানের কাটোয়া মহকুমা হাসপাতালে (Katwa Hospital) কোটি টাকার ভুয়ো বিল (Bill) জমা পড়েছে বলে অভিযোগ। ৮১ টি বিল ভুয়ো বলে চিহ্নিত করা হয়েছে। শুধুমাত্র হাসপাতালের জন্য চারাগাছ, বিনিয়ানি, ওষুধ বা আসবাবপত্র মিলিয়ে কোটি টাকার বিল জমা দেওয়া হয়। বিলগুলি যাচাই করতে একটি বৈঠক ডাকেন রোগী কল্যাণ সমিতির সদস্যরা। রোগী কল্যাণ সমিতির তরফে ভুয়ো বিল জমা দেওয়া অভিযুক্ত ঠিকাদারদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হচ্ছে। ঠিকাদারের বিরুদ্ধে এফআইআর করার সিদ্ধান্তও নেওয়া হতে পারে।

একনজরে দেখা যাক কী কী আছে ভুয়ো বিলে-
১৯ দিনে বিরিয়ানির বিল প্রায় ৩,২০,৬৮০ টাকা।
হাসপাতালে বাগানের জন্য ২ লক্ষ টাকা চারাগাছ কেনা হয়েছে।
বহু মূল্য আসবাব কেনা হয়েছে।

আরও পড়ুন:মূল্যবৃদ্ধির জের, গম রফতানি বন্ধ করল কেন্দ্র

কিন্তু প্রশ্ন হল, সেসব গেল কোথায়? এদিকে, ঠিকাদাররা পাল্টা যুক্তি দেন, তাঁরা যদি ভুয়ো বিল দিয়েই থাকেন তাহলে হাসপাতাল কর্তৃপক্ষ কেন তাতে সই করলেন? সইয়ের আগে কেন বিল দেখে নেওয়া হল না? কাটোয়া মহকুমা হাসপাতালে বর্তমান সুপার জানান, এই সব হয়েছে আগের সুপারের আমলে। বিলে রয়েছে, একই দিনে হয়ত একই গাড়ি দু জায়গায় গিয়েছে। অথবা অর্ডার করার আগেই ওয়ার্ক ডান হয়ে গিয়েছে। এই দুর্নীতি কোন তরফে হয়েছে তা খতিয়ে দেখতে বিভাগীয় তদন্ত হবে বলে জানান বর্তমান সুপার।