ফেসবুক পোস্টে ক্ষুব্ধ, বিজেপি বিধায়কের বিরুদ্ধে মারধোর ও দোকান ভাঙচুরের অভিযোগ

0
3

বিজেপি(BJP) বিধায়কের বিরুদ্ধে ফেসবুক পোস্ট করেছিলেন এক ব্যবসায়ী(Businessman) তার জেরেই ওই ব্যবসায়ীকে শারীরিক হেনস্থা ও মারধর করার অভিযোগ উঠল পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। ঘটনার জেরে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে। জনৈক ওই ব্যবসায়ী তুষার অবস্তি অভিযোগ করেছেন পুরুলিয়া(Purilia) শহরের বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়(Sudip mukharjee) তাঁকে মারধর করেছেন। তাঁর দোকানও ভাঙচুর করেছেন। যদিও এই ঘটনায় কোনও পক্ষই থানায় অভিযোগ দায়ের করেননি।

ওই ব্যবসায়ীর দাবি, ঘটনার সূত্রপাত ফেসবুকে তাঁর করা একটি পোস্ট নিয়ে। সেই পোস্টে তিনি উল্লেখ করেন, ‘এই বিধায়কের একটা রেসিডেন্ট দেবার মুরোদ নেই।’ অভিযোগ, তার পরই নাকি তাঁর দোকান ভাঙচুর করেন এবং তাঁর গায়ে হাত তোলেন বিজেপি বিধায়ক। এ নিয়ে অভিযুক্ত বিধায়ক বলেন, ‘‘আমি ওকে কেন মারতে যাব? আমি মারধর করলে ও ভিডিয়োটা কী ভাবে করল? ও তৃণমূলের একটা চাটুকার। মানুষকে ‘ব্ল্যাকমেল’ করে খায়। আমরা দলীয়ভাবে ওর বিরুদ্ধে থানায় অভিযোগ জানাচ্ছি।’’

আরও পড়ুন:‘ডাক্তার হয়ে বাবার চোখের চিকিৎসা করতে চাই,’ ছাত্রীর কথায় আবেগতাড়িত মোদি

পুরুলিয়া পুরসভার প্রধান তথা তৃণমূল নেতা নব্যেন্দু মাহালি বলেন, ‘‘এই ঘটনা শোনার পরে ঘটনাস্থলে গিয়েছিলাম। ওই বিধায়কের নামে বহু অভিযোগ রয়েছে। কেউ ওঁর নামে খারাপ কিছু পোস্ট করলে উনি সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ করতে পারতেন। আর নাগরিক হিসেবে জনপ্রতিনিধিদের নাম করে তো যে কেউ নেটমাধ্যমে পোস্ট করতে পারেন।’’