বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্সে( KKR)। চোটের জন্য আইপিএল (IPL)থেকে ছিটকে গেলেন প্যাট কামিন্স(Pat Cummins)।চলতি আইপিএলে কেকেআরের হয়ে খেলছিলেন তিনি। কোমরে চোটের কারণে চলতি আইপিএলে আর খেলতে পারবে না অস্ট্রেলিয়ার এই জোরে বোলার।

জানা যাচ্ছে, কোমরের পিছনের অংশে চোটে কাবু কামিন্স। বল এবং ব্যাট করতেও সমস্যা হচ্ছে তাঁর। চিকিৎসার জন্য দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কামিন্স। সিডনিতে চিকিৎসা করাবেন বলে জানা গিয়েছে। কামিন্সের সুস্থ হতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগবে বলে প্রাথমিক ভাবে মনে করছেন চিকিৎসকরা। যার ফলে আইপিএলে বাকি ম্যাচগুলিতে কামিন্সকে আর পাবে না কেকেআর। সম্ভবত দেশের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজও খেলতে পারবেন না তিনি।

শনিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামবে কেকেআর। প্লে-অফের দৌড়ে আছে শ্রেয়স আইয়রের দল। কামিন্সকে ছাড়াই পরিকল্পনা নাইট অধিনায়কের।
আরও পড়ুন:Thomas Cup: টমাস কাপে ইতিহাস তৈরি করল ভারত, ব্রোঞ্জ পদক নিশ্চিত করল ভারতীয় শাটলাররা

















































































































































