নজির গড়ল ভারতের ( India) পুরুষ ব্যাডমিন্টন দল। ৪৩ বছর পর টমাস কাপের (Thomas Cup) সেমিফাইনালে উঠল তারা। এই প্রথমবার টমাস কাপে পদক নিশ্চিত করল ভারতের পুরুষ ব্যাডমিন্টন দল। সেমিফাইনালে ওঠায় ব্রোঞ্জ পদক নিশ্চিত করল তারা।

ম্যাচে মালোয়েশিয়ার বিরুদ্ধে শুরুটা খারাপ হয়েছিল ভারতের। প্রথম ম্যাচে লি জি জিয়ার কাছে ২১-২৩, ৯-২১ গেমে হেরে যান ভারতের লক্ষ্য সেন। দ্বিতীয় ম্যাচে সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেটির জুটি ২১-১৯, ২১-১৫ গেমে হারিয়ে দেন গোহ জে ফেই এবং নুর ইজুদ্দিনের জুটিকে। তৃতীয় ম্যাচে ফের ভারতকে এগিয়ে দেন কিদম্বি শ্রীকান্ত। তিনি এনজি জে ইয়ংকে হারান ২১-১১, ২১-১৭ । চতুর্থ ম্যাচে ফের হারে ভারত। অ্যারন চিয়া এবং তিয়ো এ-ই জুটি ২১-১৯, ২১-১৭ গেমে হারিয়ে দেন ভারতের কৃষ্ণপ্রসাদ গর্গ এবং বিষ্ণুবর্ধন গৌড়ের জুটিকে। ভারতের শেষ আশা-ভরসা ছিলেন এইচএস প্রণয়। তিনি জিতলেই সেমিফাইনালে উঠত ভারত। হতাশ করেননি প্রণয়। প্রণয় ২১-১৩, ২১-৮ গেমে হারান লিয়ং জুন হাও জুটিকে।
আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস


















































































































































