আইপিএল ( IPL) থেকে ছিটকে গেলেন দিল্লি ক্যাপিটালসের ( Delhi Capitals) তারকা ব্যাটার পৃথ্বী শ (Prithvi Shaw)। জানা যাচ্ছে জ্বর কমছে না পৃথ্বীর। অসুস্থতার জন্য এবারের আইপিএলে আর খেলতে পারবেন না তিনি। দিল্লির ওপেনিং ব্যাটারের ছিটকে যাওয়ার কথা জানিয়েছেন দলের সহকারী কোচ শেন ওয়াটসন।

ওয়াটসন বলেন, পৃথ্বীর ঠিক কী ধরনের অসুস্থতা রয়েছে তা জানা নেই আমার। কিন্তু গত দু’সপ্তাহ ধরেই পৃথ্বী জ্বরে আক্রান্ত। ঠিক কী কারণে ওর এই অসুস্থতা, তা খতিয়ে দেখছেন চিকিৎসকরা।”

দু’দিন আগেই দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ জানান পৃথ্বীর টাইফয়েড জাতীয় কিছু হয়েছে।

অসুস্থতার জন্য দিল্লি শেষ তিনটি ম্যাচেও পায়নি পৃথ্বীকে। স্বভাবতই লিগ পর্বের শেষ দু’ম্যাচে দিল্লির হয়ে পৃথ্বীর খেলার কোনও সম্ভাবনা নেই। দিল্লি নকআউট পর্বে পৌঁছলেও পৃথ্বীর মাঠে নামার সম্ভাবনা খুবই কম বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন:KKR: চোটের জন্য আইপিএল থেকে ছিটকে গেলেন প্যাট কামিন্স

















































































































































