বউবাজারে মেট্রো কর্তৃপক্ষের গাফিলতির কারণে দুর্গা পিতুরি লেনের বহু বাড়িতে ফাটল ধরেছে। বাস্তুহারা ৮৬জন। আতঙ্কে দিন কাটাচ্ছেন তাঁরা। এই বিপর্যয়ের সময় বাসিন্দাদের পাশে কাউন্সিলর থেকে মেয়র সকলেই। বাসিন্দাদের মনে সাহস জোগাতে অভিনব উদ্যোগ নিলেন উত্তর কলকাতার ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ দে।
আরও পড়ুন:মেট্রো টানেলে জল ঢোকা বন্ধ করল KMRCL, বিকেলেই মুখোমুখি মেট্রো-পুরসভা
ক্রমশই বাড়ছে আতঙ্ক। বাসিন্দাদের কথায় ক্রমশ আরও চওড়া হচ্ছে ফাটল। আতঙ্কেই দিন কাটাচ্ছেন তাঁরা। পুণরায় তাঁদের বাড়ি ফিরে পাবেন কিনা, তা নিয়ে চিন্তায় এলাকার মানুষ। এমতাবস্থায় আজ, শুক্রবার থেকে নিজের কার্যালয় ছেড়ে ফুটপাতে বসছেন কাউন্সিলর। মেট্রো বিপর্যয়ের জন্য বাসিন্দাদের পাশে থাকতে ফুটপাতেই অস্থায়ী অফিস বানিয়ে ফেলেছেন ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এলাকার প্রতিটি মুহূর্তের উপর নজরদারি চালাচ্ছেন কাউন্সিলর।
প্রসঙ্গত, ২০১৯ সালের ৩১ অগস্ট, বউবাজারের বি বি গাঙ্গুলি স্ট্রিট, বউবাজার স্ট্রিট, দুর্গা পিতুরি লেনের বাসিন্দারা ঘরছাড়া হয়েছিলেন। মেট্রো রেলের কাজের জন্য একের পর এক বাড়িতে বিশাল ফাটল ধরে। হেলে পড়েছিল বাড়ি। আতঙ্ক, ভয়ে ঘরছাড়া হয়েছিলেন অনেকেই। ফের সেই একই বিপর্যয় ঘটেছে। বাসিন্দাদের দাবি, এখনও আতঙ্কেই দিন কাটছে তাঁদের।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.