কাশীপুরের মৃত বিজেপি যুবনেতার মা ও দাদার বয়ান রেকর্ড করা হল

0
1

কাশীপুরের মৃত বিজেপি যুব নেতা অর্জুন চৌরাসিয়ার পরিবার বৃহস্পতিবারও সিট-র সঙ্গে তদন্তে সহযোগিতা করলেন। এদিন মৃত যুবনেতা অর্জুনের দাদা আনন্দ চৌরাসিয়া সকাল ১১টা নাগাদ চিৎপুর থানাতে হাজিরা দেন।

অন্যদিকে কাশীপুরের বাড়িতে গিয়ে মৃত অর্জুনের
মা ও পরিবারের সদস্যদের বয়ান রেকর্ড করল কলকাতা পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে অর্জুনের মা ও দাদা তদন্তকারী অফিসারদের সব রকম প্রশ্নের উত্তর দিয়েছেন। অর্জুন যদি আত্মহত্যা করে থাকেন তার সম্ভাব্য কারণ কী কী সে ব্যাপারে পরিবারের সদস্যদের প্রশ্ন করা হয়। আর যদি মৃত্যু অন্য কোনো কারণে হয়ে থাকে তাহলে সে ক্ষেত্রেও সন্দেহের কারণ কী তা নিয়ে প্রশ্ন করা হয়েছে বলে জানা গিয়েছে। তদন্তকারী অফিসাররা জানতে চেয়েছিলেন
ভাই অর্জুনের সঙ্গে পরিবারের সদস্যদের সম্পর্ক কেমন ছিল?এছাড়া মৃত্যুর আগে অর্জুনের মধ্যে কোনও অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছিলেন কী না?
এদিন প্রায় সাড়ে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ চলে।

এদিকে দু’দিন আগেই কলকাতা হাইকোর্টে নিহত অর্জুন চৌরাসিয়ার দেহের ময়না তদন্তের প্রাথমিক অনুসন্ধান রিপোর্ট জমা দিয়েছে কমান্ড হাসপাতাল কর্তৃপক্ষ। তাতে অর্জুনের গলায় ফাঁস লেগে মৃত্যু হয়েছে বলে ইঙ্গিত রয়েছে।

আরও পড়ুন:যুক্তির জটিল আবর্তে শুক্রবার কুণালের “আত্মহত্যা”র চেষ্টা মামলার রায়দান, তুঙ্গে আগ্রহ