Rishabh Pant: করোনায় আক্রান্ত নন পৃথ্বী, জানালেন পন্থ

0
1

করোনায় (Corona) আক্রান্ত নন দিল্লি ক‍্যাপিটালসের (Delhi Capitals)তারকা ব‍্যাটার পৃথ্বী শ (Prithvi Shaw)। বুধবার এমনটাই দিল্লি অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant)। কিছু দিন আগেই হাসপাতালের বিছানায় শুয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি দিয়েছিলেন ভারতীয় ওপেনার। সেই সময় পৃথ্বী জানিয়েছিলেন তাঁর জ্বর হয়েছে। সেই সময় দিল্লি দলের এক নেট বোলার করোনা আক্রান্ত ছিলেন। তাই অনেকের মনেই প্রশ্ন জাগে পৃথ্বীও করোনায় আক্রান্ত কিনা।

এই নিয়ে বুধবার ম‍্যাচ শেষে পৃথ্বী বলেন,” আমরা পৃথ্বীর অভাব অনুভব করছি, কিন্তু কিছু করার নেই আমাদের। চিকিৎসকরা আমাকে জানিয়েছেন ওর টাইফয়েড বা ওই জাতীয় কোনও রোগ হয়েছে।”

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ১ মে শেষবার খেলতে দেখা গিয়েছিল পৃথ্বীকে। এখনও পর্যন্ত এবারের আইপিএলে ন’টি ম্যাচ খেলেছেন তিনি। করেছেন ২৫৯ রান। অর্ধশতরান করেছেন দু’টি।

আরও পড়ুন:মোবাইল নিয়ে ঝামেলা, বৌমার কান কামড়ে কেটে দিল শাশুড়ি