টাকা না পেয়ে শীতলকুচিতে খুন ব্যবসায়ী

0
1

টাকা না পেয়ে এক ব্যবসায়ীকে সামনে থেকে গুলি করে খুন করার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে শীতলকুচি ব্লকের গোসাইরহাট বাজারে। জানা গিয়েছে বুধবার গভীর রাতে এক ব্যবসায়ীকে গুলি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এই ঘটনায় উদ্বিগ্ন বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ব্যবসায়ী প্রণয় দেবনাথ রাতে তাঁর দোকান বন্ধ করার সময় একটি বাইকে চেপে তিন দুষ্কৃতী আসে। ব্যবসায়ীর কাছে টাকা চান দুষ্কৃতীরা। টাকা না দিলে গুলি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ ব্যবসায়ীকে প্রতিবেশীরা শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় । চিকিৎসক ব্যবসায়ীকে কোচবিহার এমজেএন হাসপাতালে রেফার করে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শীতলকুচি থানার পুলিশ । পুলিশ জানিয়েছে ডান হাতে গুলি লেগেছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে