মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর পোস্ট, থানায় অভিযোগ ইউটিউবার রোদ্দুর রায়ের নামে

0
1

সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে অবমাননাকর পোস্ট করায় থানায় অভিযোগ দায়ের করা হল ইউটিউবার রোদ্দুর রায়ের নামে।  লালবাজার ও পাটুলি থানায় এই সংক্রান্ত একাধিক অভিযোগ দায়ের করেছেন তৃণমূল কর্মী ও সমর্থকরা। নিজেকে তৃণমূল ছাত্র পরিষদ সমর্থক ও কর্মী হিসেবে দাবি করে অরিত্র সাহা নামে এক ব্যক্তি পাটুলি থানায় অভিযোগ দায়ের করেছেন। সেখানে তিনি বলেছেন, ইউটিউবার রোদ্দুর রায়ের পোস্টে রাজ্যের সম্মানহানি হয়েছে।

এই একই অভিযোগ দায়ের হয়েছে লালবাজারেও। বিজয় বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যক্তি এই অভিযোগ দায়ের করেছেন। রোদ্দুর রায়ের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে এই অভিযোগ গুলিতে।