রাজ্যের জেলার সংখ্যা বাড়ানোর ইচ্ছে আগেই প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার টাউনহলে ডব্লুবিসিএস অফিসারদের বার্ষিক সাধারণ সভার উদ্বোধনে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন রাজ্যে জেলার সংখ্যা ২৩ থেকে ৪৬ করার ইচ্ছে রয়েছে সরকারের।

বৃহস্পতিবার টাউনহলের সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “উন্নয়নের প্রয়োজনে জেলার সংখ্যা বাড়ানোর প্রয়োজন। আগামী দিনে ২৩টা থেকে ৪৬টা পর্যন্ত জেলা করার ইচ্ছা রয়েছে সরকারের। কিন্তু সম্ভব হচ্ছে না পর্যাপ্ত আধিকারিক না পাওয়ায়।” একইসঙ্গে জেলা পারলে আরো বেশি অফিসার প্রয়োজন হবে বলে এ দিন জানান মুখ্যমন্ত্রী। এবং পরিকাঠামো গড়ে তুলতে ডব্লুবিসিএস অফিসারদের আরও বেশি ব্যবহারের কথা বলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “আমরা জেলা আরও বাড়াব। অফিসারদের কথা ভেবেই করা হবে। যাতে কেরিয়ার নষ্ট না হয়। আপনাদের সব জায়গায় যাতে ব্যবস্থা করা যায়।”
আরও পড়ুন:কফিন থেকে ‘বেঁচে উঠে’ ভয়ে হার্ট অ্যাটাক! শ্রাদ্ধেই চরম পরিণতি মহিলার
একই সঙ্গে ডব্লুবিসিএস অফিসারদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, “বেতনের উর্ধ্বসীমায় পৌঁছানোর পর প্রতিমাসে ১০ হাজার টাকা করে ভাতা পাবেন ডব্লিউবিসিএস আধিকারিকরা। ” এর পাশাপাশি এদিনের অনুষ্ঠান থেকে রাজ্যের ডব্লিউবিসিএস অফিসারদের প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, কোভিড পরিস্থিতিতে অফিসাররা ভালো কাজ করেছেন। কোভিডে আমরা ৪ জন আমলাকে হারিয়েছি। সরকার তাঁদের পরিবারের পাশে রয়েছে। এছাড়াও এদিন আইএএস, আইপিএস এবং ডব্লিউবিসিএস অফিসারদের সকল ভাতা সমান করার কথাও ঘোষণা করেছেন মমতা। তিনি জানান, ‘এতে রাজ্য ও কেন্দ্রের আমলাদের বেতনের ফারাক কিছুটা কমবে।’













































































































































