রাজ্যকে অশান্ত করার চক্রান্ত, রাস্তা আটকে বিক্ষোভ কামতাপুর পিপলস পার্টির

0
3

ফের উন্নয়নমুখী -শান্ত রাজ্যকে অশান্ত করার চক্রান্ত শুরু করল বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলি। বৃহস্পতিবার পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে কোচবিহারে এক ঘন্টার পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল কামতাপুর পিপলস পার্টি। কামতাপুরী ভাষার স্বীকৃতির দাবি জানিয়েছে সংগঠন। শহরের ব্যস্ততম খাগড়াবাড়ি মোড়, ঘুঘুমারি মোড় ও মাথাভাঙ্গার পঞ্চানন মোড় সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ দেখায় কামতাপুর পিপলস পার্টির কর্মীরা৷ মাথাভাঙ্গায় পঞ্চানন মোড়ের পথ অবরোধ পুলিশ সরিয়ে দিতে গেলে ব্যাপক বচসা শুরু হয়।

 

আলাদা রাজ্যের দাবিতে দীর্ঘদিন পরে আন্দোলনে নেমেছে কামতাপুর পিপলস পার্টি বা কেপিপি। সম্প্রতি আলাদা রাজ্যের দাবিকে সামনে রেখে কেএলও জঙ্গি সংগঠনও সক্রিয় হয়ে উঠেছে। তাদের বেশ কয়েকটি ভিডিও প্রকাশ্যে এসেছে। এরপর শিলিগুড়ি থেকেও এক কেএলও জঙ্গিকে গ্রেফতার করেছে এসটিএফ। তার বাড়ি কোচবিহারের বক্সিরহাট গ্রামে। বৃহস্পতিবার ফের আন্দোলনে নেমে নিজেদের পুরনো দাবিতে সরব হয়েছে কামতাপুর পিপলস পার্টি।