বিজেপি শাসিত “ডাবল ইঞ্জিন” গোয়ার হোটেলে রাশিয়ান নাবালিকাকে ধর্ষণ

0
1

এবার এক নৃশংস ঘটনার সাক্ষী থাকল বিজেপি শাসিত রাজ্য গোয়া। রাশিয়ার ১২ বছরের এক নাবালিকাকে যৌন হেনস্থা ও ধর্ষণের ঘটনা সামনে এলো। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনা উত্তর গোয়ার আরমবোলে।

পুলিশ সূত্রে খবর, গোয়ার এক হোটেলে ওই রাশিয়ান নাবালিকাকে প্রথমে সুইমিং পুলে যৌন হেনস্থা করা হয়। পরে তাকে হোটেলের রুমে ধর্ষণ করা হয়। অভিযোগ পাওয়ার পরই অভিযুক্তকে গ্রেফতার করেছে গোয়া পার্নাম থানার
পুলিশ। গত ৬ মে ঘটনাটি ঘটে। নির্যাতিতার মা, গত ৯ মে থানায় অভিযোগ দায়ের করে যার ভিত্তিতে গত ১০ মে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন:Rishabh Pant: করোনায় আক্রান্ত নন পৃথ্বী, জানালেন পন্থ

আরও জানা গিয়েছে, ওই হোটেলে পরিচারকের কাজ করত ধৃত যুবক। অভিযুক্তের নাম রাভি লামানি। বয়স ২৮ বছর। ওই যুবক বিবাহিত।