Flight -china : উড়ান শুরুর আগেই রানওয়েতে আগুন ধরে গেল যাত্রীভর্তি বিমানে

0
1

যাত্রীদের নিয়ে উড়ান শুরুর আগেই রানওয়েতে আগুন ধরে গেল বিমানে। তবে আশ্চর্যজনকভাবে সব যাত্রীই রক্ষা পেয়েছেন । বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটেছে চিনের শং কিং আন্তর্জাতিক বিমানবন্দরে। দুর্ঘটনাগ্রস্ত বিমানটি একটি তিব্বতি সংস্থার। বিমানবন্দর সূত্রে জানানো হয়েছে এদিন সকালে চালক-সহ ১১৩ জন যাত্রী নিয়ে নিয়ে উড়ান শুরুর চেষ্টা করে বিমানটি। রানওয়ে ধরে ছোটার সময় হঠাৎই পিছলে যায় বিমানের চাকা। প্রবল গতিতে রানওয়ে ছেড়ে পথভ্রষ্ট হয় বিমানটি। প্রায় সঙ্গে সঙ্গেই

বিমানটিতে আগুন ধরে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। চিনের আন্তর্জাতিক বিমান বন্দরের এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তা ভাইরালও হয়ে গিয়েছে।