Brendon McCullum: জল্পনার অবসান, ইংল‍্যান্ড টেস্ট দলের কোচ হলেন ব্রেন্ডন ম‍্যাকালাম

0
1

জল্পনার অবসান। ইংল‍্যান্ড টেস্ট ( England Test) দলের কোচ হলেন ব্রেন্ডন ম‍্যাকালাম (Brendon McCullum)। বৃহস্পতিবার সন্ধ্যায় টুইট করে এমনটাই জানাল ইংল‍্যান্ড ক্রিকেট (England Cricket)। গত অ্যাশেজে ০-৪ হারের পর ফেব্রুয়ারি মাসে ইংল্যান্ড দলের কোচের পদ থেকে সরে দাঁড়ান ক্রিস সিলভারউড। সেই জায়গায় কোচ করা হল নিউজিল্যান্ডের প্রাক্তন এই অধিনায়ককে। আইপিএলে (IPL) কেকেআরের (KKR) হেড কোচ ম‍্যাকালাম। চলতি আইপিএল শেষ হলেই ম্যাকালাম কেকেআরের সঙ্গে গোল্ডেন হ্যান্ডশেক করে নেবেন তিনি।

আগামী জুন মাসে ইংল্যান্ড-নিউজিল্যান্ড তিন টেস্টের সিরিজ খেলবে। তার আগেই বেছে নেওয়া হল ইংল‍্যান্ডের নতুন কোচ। ম্যাকালাম ১০১টি টেস্ট খেলেছেন। করেছেন ৬৪৫৩ রান। রয়েছে ১২টি শতরান ও ৩১টি হাফ-সেঞ্চুরি। ইংল্যান্ড গত মাসেই অলরাউন্ডার বেন স্টোকসকে নয়া টেস্ট অধিনায়ক হিসাবে বেছে নিয়েছে।

আরও পড়ুন:Sourav Ganguly: প্লে-অফের আগে ইডেন পরিদর্শনে বিসিসিআই সভাপতি