২২টি কুকুরের সঙ্গে ১১ বছরের ছেলে গৃহবন্দি, উদ্ধার করল পুলিশ

0
3

২২ টি বিরাট আকারের কুকুরের সঙ্গে নিজেদের ১১ বছরের পুত্রসন্তানকে ঘরে আটকে রাখতে বাবা-মা । দীর্ঘদিন ধরেই ঘটছিল এই কাণ্ড। প্রতিবেশীরা জানতে পেরে চাইল্ডলাইনে খবর দেয়। পুলিশ এসে উদ্ধার করে শিশুটিকে। বাবা-মাকে এখনও গ্রেফতার করা যায়নি।

এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে পুনেতে। পুলিশ জানিয়েছে ওই স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করা হয়েছে। জুভেনাইল জাস্টিসের ২০০০ ধারায় বাবা ও মায়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। চাইল্ডলাইন এবং এনজিওর সদস্যরা পুলিশের কাছে আবেদন জানায় এবং মামলা দায়ের করা হয়।

জানা গিয়েছে শিশুটিকে আপাতত একটি মনোবিকাশ কেন্দ্রে রাখা হয়েছে। কারণ দীর্ঘদিন ধরে কুকুরের সঙ্গে থাকতে থাকতে শিশুটির মধ্যে পশুর মত আচরণ দেখা দিয়েছে। শিশুটি পশুর মত করে খায় এবং কথা বলে। চিকিৎসকরা শিশুটিকে গভীর পর্যবেক্ষণে রেখেছেন। কিন্তু প্রশ্ন হল শিশুটির বাবা মা কেন এ কাজ করতেন তা এখনো জানা যায়নি। বাবা-মাকে গ্রেফতার করে জেরা করা হলে এই রহস্যের সমাধান হতে পারে বলে মনে করা হচ্ছে। কিন্তু বাবা-মা দুজনেই এখনো পলাতক।