বউবাজারে একাধিক বাড়িতে ফাটল, স্থগিত মেট্রোর কাজ

0
1

মধ্য কলকাতার বউবাজারে ফিরল সেই আড়াই বছর আগের আতঙ্ক। আচমকা এলাকার একাধিক বাড়িতে ফাটল ধরা পড়েছে। ঘটনাটি ঘটেছে দুর্গাপিতুরি লেন সহ একাধিক রাস্তার পুরনো বাড়িতে। আতঙ্কে ঘড়ছাড়া বহু মানুষ। ঘটনাস্থলে পৌঁছেছেন এলাকার পুরপিতা বিশ্বরূপ দে। ঘটনাস্থলে ইতিমধ্যেই কাজ শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন:জাতীয় সড়কে ফের বাড়ল টোল ট্যাক্স, তীব্র নিন্দা মমতার


জানা গেছে, বুধবার সন্ধ্যায় বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা যায়। রাত গড়াতেই আরও বেশ কয়েকটি বাড়িতে ধস নামে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, মেট্রোর কাজের জেরেই এই ফাটল ধরা পড়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মেট্রোর কাজ বন্ধ রেখেছে। শুধু তাই নয়, মাইকিং করে বাড়ির ভেতরে যাঁরা রয়েছেন, তাঁদের বাইরে বেরিয়ে আসার অনুরোধ করছে পুলিশ। এলাকা খালি করতে তৎপর পুলিশ।২০১৯ এর পুণরাবৃত্তি যাতে না ঘটে সেই বিষয়টি বিশেষভাবে লক্ষ্য রাখছে পুলিশ ।
ঘটনার খবর পেতেই স্থানীয় কাউন্সিলর ঘটনাস্থলে পৌঁছেছেন। তিনি জানান, অন্তত ১০টি বাড়িতে ফাটল ধরেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন মেট্রো আধিকারিকরাও।