বুকে ব্যাথা নিয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি অনুব্রত মণ্ডল

0
1

বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি করানো হল অনুব্রত মণ্ডলকে। জানা গেছে, বুধবার রাত থেকে বুকে ব্যাথা শুরু হয় তাঁর। এরপর বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। গাড়ি থেকে নামিয়ে হুইল চেয়ারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় অনুব্রত মণ্ডলকে।



আরও পড়ুন:ক্যান্সারে আক্রান্ত রোগীর পাশে বিচারপতি, অবিলম্বে প্রধান শিক্ষিকাকে সরিয়ে ফেলার নির্দেশ



হাসপাতাল সূত্রের খবর, ইতিমধ্যেই অনুব্রতর শারীরিক অবস্থা খতিয়ে দেখছেন চিকিৎসকরা। হৃদযন্ত্রে ব্লক রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হবে বলে জানা গেছে।

বহুদিন ধরেই অসুস্থ অনুব্রত। এর আগে বহুবার SSKM-এর উডবার্ন ওয়ার্ডে শারীরিক পরীক্ষা খতিয়ে দেখা হয়েছে। সে সময় শ্বাসযন্ত্রের সমস্যা ছিল তৃণমূল নেতার। তা ছাড়া রক্তচাপ বৃদ্ধি, কোলেস্টোরল-সমস্যাও ছিল। চিকিৎসা করাতে উডবার্ন ব্লকে ভর্তি করানো হয় তাঁকে। ওই দিন সকাল থেকেই অসুস্থ বোধ করছিলেন তিনি। বুকে কিছু সমস্যা এবং অস্বস্তি বোধ করায় হাসপাতালে নিয়ে আসা হয় অনুব্রতকে।