আরপিএফ কর্মীর তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ালেন দুই যাত্রী, প্রকাশ্যে চাঞ্চল্যকর ভিডিও

0
1

সামান্য একটু দেরি হলেই ঘটে যেতে পারত মর্মান্তিক দুর্ঘটনা। চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ট্রেন (Train) আর প্ল্যাটফর্মের (Platform) মাঝে পড়ে যাচ্ছিলেন দুই মহিলা। কোনওক্রমে ট্রেনের দরজার হাতল (Handle) ধরে ঝুলতে থাকেন। সেই সময় দৌড়ে গিয়ে তাঁদের বাঁচান কর্মরত। ঘটনাটি ঘটেছে হুগলির ব্যান্ডেল স্টেশনে। গোটা ঘটনা ক্যামেরাবন্দি হয়েছে সিসিটিভি (CCTV)তে।

ট্রেন ছাড়ার মুহূর্তে উঠতে যান দুই মহিলা যাত্রী। কিন্তু সেটা না পেরে, কোনও রকমে ট্রেনের দরজার হাতল ধরে ঝুলতে থাকেন দুই যাত্রী। চলন্ত ট্রেনের গতি বাড়লেই ট্রেন আর প্ল্যাটফর্মের মাঝে পড়ে যাওয়ার আশঙ্কা ছিল। সেই সময় কোনওক্রমে দৌড়ে গিয়ে তাঁদের প্রাণ বাঁচান কর্মরত আরপিএফ কর্মী। তাঁর তৎপরতায় প্রশংসায় পঞ্চমুখ উপস্থিত যাত্রীরা