বেলাগাম দিলীপ: তৃণমূল কর্মীদের জন্য কুরুচিকর নিদান, ধুয়ে দিলেন কুণাল

0
1

কেন্দ্রের জনবিরোধী নীতির পক্ষে সাফাই দিতে গিয়ে শালীনতার মনাত্রা ছাড়ালেন বিজেপির (BJP) সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বুধবার, বাঁকুড়ার মাচানতলায় মুক্তমঞ্চে ভাষণ দিতে গিয়ে আজব কথা বললেন দিলীপ। তাঁর দাবি, পেট্রলের (Petrol) দাম বাড়লে তেমন কিছু সমস্যা হয় না। কারণ, মানুষ পেট্রল খায় না। কিন্তু আলু খায়। আর তার দাম এখন আকাশছোঁয়া। এরপরেই তৃণমূল (TMC) কর্মীদের জন্য কুরুচিকর নিদান দেন বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি। বলেন, “তৃণমূলের নেতাদের ধরে তাঁদের পিছনে একটু পেট্রল দিয়ে দিন। দেখুন কেমন দৌড় দেবে। তারপর তাদের জিজ্ঞাসা করুন, ‘কেমন মজা?’’’

এই কথার তীব্র প্রতিবাদ করে দিলীপকে ধুয়ে দেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি বলেন, এই ধরনের কুরুচিকর মন্তব্যের জন্য পুলিশে অভিযোগ দায়ের করা উচিত। পেট্রোপণ্যের দাম বাড়লে সব জিনিসের উপর তার প্রভাব পড়ে। মূল্যবৃদ্ধি হয়। এই অবস্থায় কেন্দ্রের জনবিরোধী নীতির ফলে আর্থিক সমস্যায় জর্জরিত হচ্ছেন সাধারণ। আর সেখানে দাঁড়িয়ে অত্যন্ত কুরুচিকর মন্তব্য করছেন দিলীপ ঘোষ। এর তীব্র নিন্দা করেন তিনি। রাজ্যের পঞ্চায়েত দফতরের প্রাক্তন প্রতিমন্ত্রী তথা তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলার চেয়ারম্যান শ্যামল সাঁতরা বলেন, নেতাদের এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্যের জন্য রাজ্যের মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্যের জন্য দিলীপের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক পদক্ষেপ করা উচিত বলে মন্তব্য করেন শ্যামল সাঁতরা।