Ravindra Jadeja: চোট! আইপিএল থেকে ছিটকে গেলেন জাদেজা

0
1

এবারের আইপিএল দ্রুত ভুলে যেতে চাইবে টুর্নামেন্টের সব থেকে সফল দুই দল মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনির সিএসকে-র সামনে প্লে-অফে খেলার ক্ষীণ আশা থাকলেও রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স আগেই ছিটকে গিয়েছে। এই অবস্থায় বৃহস্পতিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ও সিএসকে পরস্পর মুখোমুখি হচ্ছে। আগের ম্যাচেই দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দুর্দান্ত জয় পেয়েছে ধোনিবাহিনী। কিন্তু এই ম্যাচের আগে অস্বস্তি বেড়েছে চেন্নাই শিবিরে। অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন।

দিল্লির বিরুদ্ধে চোটের কারণেই খেলেননি জাদেজা। টিম সূত্রের খবর, টুর্নামেন্টে বাকি ম্যাচগুলিতেও সিএসকে-র হয়ে সম্ভবত খেলতে পারবেন না সৌরাষ্ট্রের অলরাউন্ডার। গত দু’দিন ধরে জাদেজার চোট পরীক্ষা করা হয়েছে। কিন্তু ভারতীয় অলরাউন্ডারের ফিটনেসের উন্নতি হয়নি। যেহেতু সিএসকে-র ভাগ্য এখনও ঝুলে আছে, প্লে-অফের আশাও ক্ষীণ, তাই জাদেজাকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চায় না চেন্নাই ম্যানেজমেন্ট। ধোনি দ্বৈরথের আগে অবশ্য স্বস্তিতে নেই মুম্বই অধিনায়ক রোহিত শর্মাও। সূর্যকুমার যাদব চোটের কারণে ছিটকে গিয়েছেন। জসপ্রীত বুমরার বিধ্বংসী বোলিং সত্ত্বেও কেকেআরের কাছে হেরেছে মুম্বই। দলে ফিনিশারের অভাব। এই অবস্থায় ধোনিদের বিরুদ্ধে আরও এক পরীক্ষায় বসতে হচ্ছে রোহিতবাহিনীকে। চেন্নাইয়ের বাঁচার লড়াইয়ে মুম্বইয়ের লক্ষ্য সম্মান পুনরুদ্ধারের।

আরও পড়ুন- কম্যান্ড হাসপাতালের অসহযোগিতা, কাশীপুর কাণ্ডে এবার হাইকোর্টে রাজ্য সরকার