‘অশনি’ বিদায়ের আগেই ফের এক সামূদ্রিক ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিল হাওয়া অফিস

0
1

অশনির রেশ কাটতে না কাটতেই ফের এক সামূদ্রিক ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিল মৌসম ভবন। দক্ষিণ ভারত মহাসাগরে ধীরে ধীরে বেড়ে উঠছে এই সামুদ্রিক ঘূর্ণিঝড়। নাম ‘করিম’ । আবহাওয়াবিদরা জানিয়েছেন সাইক্লোন করিম ভারত মহাসাগরে শক্তি বাড়াচ্ছে। ইতিমধ্যেই ভারতের মৌসম ভবন তাকে হারিকেন ২ ক্যাটাগরির ঝড় হিসেবে চিহ্নিত করেছে। এই সাইক্লোনের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১১২ কিলোমিটার। যদিও করিম জন্ম নিয়েছে সে খবর নিশ্চিত। কিন্তু কোনদিকে তার অভিমুখ, কবে সে পূর্ণতা পাবে
এসব এখনো জানা যায়নি।

যদিও পুনের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেটেরোলজি আগেই জানিয়েছিল যে একা অশনি নয়, ওই বৃত্তেই তৈরি হচ্ছে আরো একটি সামুদ্রিক ঝড়। অর্থাৎ  যমজ ঘূর্ণিঝড়। ওয়েস্টার্ন উইন্ড বার্স্ট বা পশ্চিমা বায়ুর বিস্ফোরণ এই দুটি সামুদ্রিক  ঝড় তৈরির জন্য দায়ী। এখন ভারত মহাসাগরে পশ্চিমা বায়ুর প্রভাব এতটাই যে দুই গোলার্ধে একইসঙ্গে দুটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে।  এখন অশনির শক্তি বেশি নাকি করিমের,  তা জানার জন্য অপেক্ষা করতে হবে আরো কয়েকটা দিন।