‘অশনি’-র জের! বাতিল ৩৭টি ট্রেন

0
1

অন্ধ্র উপকূলের দিকে ক্রমশই এগোচ্ছে অশনি। বিপদ এড়াতে তড়িঘড়ি বাতিল করা হল একাধিক ট্রেন। বুধবার সাউথ-সেন্ট্রাল রেলওয়ের প্রায় ৩৭টি ট্রেন বাতিল করা হল।একটি বিজ্ঞপ্তি দিয়ে রেলের তরফে একথা জানানো হয়েছে।


আরও পড়ুন:শক্তি হারাচ্ছে ‘অশনি’, তুমুল বৃষ্টি কলকাতা -সহ দক্ষিণবঙ্গে




শক্তি খুইয়ে পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে। যা আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হবে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। এই পরিস্থিতিতে সাউথ-সেন্ট্রাল রেল ট্যুইট করে জানিয়েছে, আপ এবং ডাউন মিলিয়ে মোট ৩৭টি ট্রেন বাতিল করা হয়েছে। এছা়ড়াও আরও বেশ কিছু ট্রেন সময় পরিবর্তন করা হয়েছে। যাত্রী সুরক্ষার কারণেই ট্রেন বাতিলের সিদ্ধান্ত, জানিয়েছে রেল কর্তৃপক্ষ।