India Team: টি-২০ বিশ্বকাপের আগে ঠাসা সূচি টিম ইন্ডিয়ার, সেপ্টেম্বরে ভারতে আসছে অস্ট্রেলিয়া

0
1

চলতি বছর অক্টোবর মাসে অস্ট্রেলিয়ার (Australia) মাটিতে বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের (World Cup T-20) আসর।  তার আগে ভারতের ( India) মাটিতে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া। জানা যাচ্ছে, সেপ্টেম্বরের শেষের দিকে হবে এই সিরিজ। যেখানে ভারত-অস্ট্রেলিয়া খেলবে তিন ম্যাচের টি-২০সিরিজ। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজ খেলেই টি-২০ বিশ্বকাপের জন্য উড়ে যাবে রোহিত শর্মার (Rohit Sharma) দল।

অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপের আগে ভারতের ঠাসা সূচি। আইপিএলের ফাইনাল হবে ২৯ মে। তার ঠিক পরেই জুনের রোহিতরা  ৯ থেকে ১৯-এর মধ্যে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের পরে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুটো টি-২০ ম্যাচ খেলবে ভারত। এর পরেই ইংল্যান্ডে যাবে ভারত। গত বছর করোনার সংক্রমণের জন্য ইংল‍্যান্ডের বিরুদ্ধে বাতিল হয়ে যায় পঞ্চম টেস্ট ম্যাচ। সেই টেস্ট ম্যাচটি হবে এবার। টেস্ট ম্যাচের পরে ভারত তিনটি টি-২০ ও তিনটি একদিনের ম্যাচ খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে।

টি-২০ বিশ্বকাপের আগে এই সিরিজ গুলো যে ভারতীয় দলকে বিশ্বকাপের আগে অনেকটা প্রস্তুত করবে, তা বলাই বাহুল্য। গত বছর টি-২০ বিশ্বকাপে একেবারেই নিজেদের মেলে ধরতে ব‍্যর্থ হয় টিম ইন্ডিয়া। তবে আসন্ন টি-২০ বিশ্বকাপে  নিজেদের সেরা পারফরম্যান্স দিতে মরিয়া রোহিত শর্মার দল।

আরও পড়ুন:Sunil Gavaskar: বিরাটের পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন গাভাস্কর, বললেন কোহলিকে কিছুটা সময় দেওয়া হোক