সন্তুরবাদক পণ্ডিত শিব কুমার শর্মার মৃত্যুতে শোকজ্ঞাপন মমতার

0
5

প্রয়াত কিংবদন্তি সন্তুরবাদক পণ্ডিত শিব কুমার শর্মা। মঙ্গলবার মুম্বইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন শিল্পী। তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।



আরও পড়ুন:না ফেরার দেশে চলে গেলেন কিংবদন্তি সন্তুরবাদক শিবকুমার শর্মা




শিবকুমার শর্মার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লেখেন, ‘কিংবদন্তি সন্তুরবাদক ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী পণ্ডিত শিবকুমার শর্মার প্রয়াণে শোকাহত। শিল্পীর প্রয়াণ সাংস্কৃতিক জগতের খুব বড় ক্ষতি।’

https://twitter.com/MamataOfficial/status/1523926699447963649?t=BSD68vg20kLIWuDUgoYG1g&s=08

 


শিবকুমার আর হরিপ্রসাদ চৌরাসিয়ার যুগলবন্দি কিংবদন্তির পর্যায়ে পৌঁছে গিয়েছিল। এদিন শিবকুমারের প্রয়াণের সঙ্গে সঙ্গে থেমে গেল সেই জুটির ম্যাজিক। সঙ্গী হারালেন হরিপ্রসাদ।