নির্বিঘ্নে কেটেছে পুর ভোট। এবার প্রশাসনিক কাজকর্ম সুষ্ঠভাবে পরিচালনার জন্য GTA নির্বাচন করতে চায় রাজ্য সরকার। গত মার্চের শেষে দার্জিলিং সফরে গিয়ে দ্রুত GTA নির্বাচন করার ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ৫ বছর ধরে GTA নির্বাচন হয়নি। তার ফলে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা এবং জনকল্যাণমূলক কাজ থেকে বঞ্চিত হচ্ছেন পাহাড়বাসী।
আরও পড়ুন: অশনি-র সতর্কতায় প্রস্তুত কলকাতা পুরসভা
এদিকে, পাহাড়ে গিয়ে GTA নির্বাচন নিয়ে স্থানীয় দলগুলির সঙ্গে বৈঠক করে তাদের মতামত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। একমাত্র বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা একটু গড়িমসি করেছে, কিন্তু বাকি প্রতিটি দলই GTA নির্বাচনে সায় দিয়েছে। তাই আগামী জুনই নির্বাচন করতে চায় রাজ্য সরকার। রাজ্য নির্বাচন কমিশনকে এই মর্মে প্রস্তাব দিয়েছে নবান্ন। একই সঙ্গে শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনও করাতে চায় রাজ্য। ইতিমধ্যেই GTA নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে বলে জানা যাচ্ছে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.