রাজ্যের ৭০ থেকে ৮০টি কলেজে অধ্যক্ষ নিয়োগ করা হবে। মঙ্গলবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে কলেজ সার্ভিস কমিশন। ২০১৯ সালের পর থেকে এ রাজ্যে অধ্যক্ষ পদে কোনও নিয়োগ করা হয়নি। তাই কলেজ সার্ভিস কমিশন স্থায়ীভাবে অধ্যক্ষ নিয়োগ করতে বিজ্ঞপ্তি জারি করল। রাজ্য শিক্ষা দফতর আগে থেকেই উদ্যোগ নিয়েছিল এই বিষয়ে। শেষপর্যন্ত তা বাস্তব রূপ পাচ্ছে। মঙ্গলবার থেকেই শুরু হল অনলাইনে আবেদন করার প্রক্রিয়া। এক মাস ধরে অনলাইনে আবেদন করতে পারবেন আবেদনকারীরা।
আরও পড়ুন- কুতুব মিনারের নাম বিষ্ণু স্তম্ভ রাখার দাবিতে বিক্ষোভ হিন্দুত্ববাদীদের