Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

0
3

১) সোমবার মুম্বই ইন্ডিয়ান্সকে ৫২ রানে হারিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স। প্লে-অফের দৌড়ে  বেঁচে রইল শ্রেয়স আইয়রদের আশা। এবারের আইপিএলে মুম্বইকে দু’বার হারাল কলকাতা।

২) জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে হাজির হলেন ভারতের ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। এনসিএ প্রধান ভিভিএস লক্ষ্মণের পাশে বসে উত্তর-পূর্বের ক্রিকেটারদের সঙ্গে সময় কাটাচ্ছেন ভারত অধিনায়ক। সেই ছবি পোস্ট করে ভারতীয় ক্রিকেট বোর্ড।

৩) রবিবার রাজ‍্য অ‍্যাথলেটিক্স মিটে মহিলাদের ১০০ মিটার দৌড়ে নতুন রেকর্ড গড়লেন হিমাশ্রী রায় । রবিবার ভেঙে দিলেন তাঁরই পুরোনো রেকর্ড। হিমাশ্রী নিজের রেকর্ড (১১.৬ সেকেন্ড) ভেঙে গড়লেন নতুন রেকর্ড (১১.৩ সেকেন্ড)।

৪) রবিবার রাতে দিল্লি ক‍্যাপিটালসের বিরুদ্ধে ৯১ রানে জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস । এই জয়ের ফলে এখনও অঙ্কের হিসাবে প্লে-অফের রাস্তা খোলা আছে মহেন্দ্র সিং ধোনির দলের। যদিও প্লে-অফ নিয়ে ভাবতে নারাজ মাহি। বরং ম‍্যাচ বাই ম‍্যাচ ভাবতে চান ক‍্যাপ্টেন কুল।

আরও পড়ুন:Breakfast News: ব্রেকফাস্ট নিউজ