দীর্ঘ সহবাসের পর নষ্ট করে দিতে চেয়েছিলেন সন্তানও!! বিতর্কে আমির খান

0
2

নারীঘটিত বিষয় বরাবর বিতর্কে বলিউডের অভিনেতা (Bollywood Actor) আমির খান (Amir Khan)। তাঁর সম্পর্ক পূরেম বিবাহ সবটাই বহুচর্চি। কখনও প্রীতি জিন্টা, কখনও বা ফতিমা সানা, তিনি বিয়ে করেছেন দুবার।দুটো বিয়ে এখন আর আইনতভাবে নেই। বলিউড গুঞ্জনের অন্যতম এই চকলেট হিরো। সম্প্রতি আমিরের বিরুদ্ধে আরও বিস্ফোরক অভিযোগ উঠল। এক ব্রিটিশ সাংবাদিকের সঙ্গে দিনের পর দিন সহবাসের করেছিলেন আমির এবং শুধু তাই নয় তাঁর ঔরসজাত ব্রিটিশ সাংবাদিকের সন্তানের দায় সম্পূর্ণ এড়িয়ে গিয়েছেন।

জানা গেছে ব্রিটিশ সাংবাদিক জেসিকা হাইনেসের সঙ্গে সম্পর্ক ছিল আমিরের। কিন্তু কোনওরকম ছেলেপিলের চক্করে ফাঁসতে চাননি তিনি।জেসিকাকে শর্ত দিয়েছিলেন সম্পর্ক রাখতে হলে সন্তান নষ্ট করে দিতে হবে। কিন্তু সেই শর্ত মানেননি জেসিকা। প্রেগন্যান্সির সময় কোনও খোঁজ পর্যন্ত নেননি এমনটাই দাবি জেসিকার।২০১৫ সালে মুখ খোলেন জেসিকা। তাঁর সন্তান এখন বড় হয়ে গেছে। শোনা যাচ্ছে আমিরের সেই পুত্রসন্তানের নাম জান। জান আমির আর জেসিকার ছেলে কী না সেই রহস্যভেদ হয়নি যদিও। তবে তাঁর মুখের সঙ্গে আমিরের মুখের যথেষ্ঠ মিল রয়েছে বলেই নেটিজেনদের অভিমত।

আরও পড়ুন:না ফেরার দেশে চলে গেলেন কিংবদন্তি সন্তুরবাদক শিবকুমার শর্মা