১৮ ঘণ্টার ব্যবধানে ফের মোহালির গোয়েন্দা বিভাগের সদর দফতরের কাছে বিস্ফোরণ

0
1

মাঝে ব্যবধান মাত্র ১৮ ঘণ্টার। ফের বিস্ফোরণে কেঁপে উঠল মোহালির (Mihali) পুলিশের গোয়েন্দা বিভাগের সদর দফতর সংলগ্ন অঞ্চল। সোমবার রাতের পর আবার মঙ্গলবার দুপুরে পুলিশের গোয়েন্দা বিভাগের সদর দফতরের কাছেই বিস্ফোরণ (Blast) ঘটল। পুলিশ সূত্রে খবর, দ্বিতীয় বিস্ফারণে বিশেষ কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

মঙ্গলবারের বিস্ফোরণে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা। প্রথম বিস্ফোরণের জন্যেই মোহালিতে পৌঁছেছেন NIA-এর গোয়েন্দারা। বিস্ফোরণস্থল খতিয়ে দেখেন তাঁরা।

আরও পড়ুন:KKR: দল জিতলেও খুশি নন শ্রেয়স, কিন্তু কেন? জানালেন স্বয়ং নাইট অধিনায়ক

পুলিশ সূত্রে খবর, সোমবার সন্ধেয় আচমকা রকেটের মতো একটি বস্তু দফতরের জানলায় সজোরে আঘাত করে। এরপরই বিস্ফোরণ হয়। ঘটনার পরেই গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ। বিস্ফোরণের জেরে দফতরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। এই ঘটনায় নাশকতার ছককেও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ফরেন্সিক দল। কেন বারবার পুলিশের গোয়েন্দা দফতরের সামনে বিস্ফোরণ- তা খতিয়ে দেখা হচ্ছে।