ফের শিরোনামে পঞ্জশির, তাজিক যোদ্ধার হামলায় মৃত ২১ তালিবান জঙ্গি

0
1

আফগানিস্তান(Afganistan) থেকে আমেরিকা(America) সেনা প্রত্যাহারের পর ‘কাবুলিওয়ালার দেশ’ এখন তালিবানের কবলে। তবে সেই সহজ জয়ের মাঝেই তালিবানের কাছে আজও গলার কাঁটা হয়ে রয়ে গেল পঞ্জশির(Panjshir)। প্রয়াত আহমেদ শাহ মাসুদের(Ahamed Shah Masood) অনুগত তাজিক যোদ্ধাদের দুর্ধর্ষতায় এখনও এখানে নাস্তানাবুদ হতে হচ্ছে জঙ্গি তালিবানকে। সূত্রের খবর সম্প্রতি পঞ্জশিরের বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে মৃত্যু হল ২১ তালিবান জঙ্গির।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রের খবর, পঞ্জশিরে তালিবানের সঙ্গে নব উদ্যমে ফের লড়াই শুরু করে দিয়েছে আফগানিস্তান লিবারেশন ফ্রন্ট ও ন্যাশ্নাল রেসিস্ট্যান্স ফ্রন্ট। তালিবানের বিরুদ্ধে তাদের যৌথ অভিযানে ২১ জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহমেদ শাহ মাসুদের ছেলে আহমেদ মাসুদ ও ঘোষিত ‘কার্যনির্বাহী প্রেসিডেন্ট’ আমরুল্লা সালেহর নেতৃত্বে বিদ্রোহীরা লড়াই চালিয়ে যাচ্ছে। এবং তাদের ঘাঁটি খতম করতে পঞ্জশিরে চারটি অ্যাটাক হেলিকপ্টার পাঠিয়েছে তালিবান। জানা গিয়েছে, পঞ্জশিরের প্রবেশ পথ হিসেবে পরিচিত আন্দারাব উপত্যকায় হামলা শুরু করেছে ন্যাশনাল রেসিস্ট্যানস ফ্রন্ট। সংঘর্ষে বেশ কয়েকজন জঙ্গি নিহত হয়েছে।

আরও পড়ুন:দীর্ঘ সহবাস পর নষ্ট করে দিতে চেয়েছিলেন সন্তানও!! বিতর্কে আমির খান

উল্লেখ্য, গত বছর তালিবান আফগানিস্তান দখল করলেও একমাত্র পঞ্জশির তালিবানের কাছে মাথা নত করেনি। দখলের চেষ্টা হলেও তালিবান পুরোপুরি পঞ্জশিরকে নিজেদের আয়ত্বে নিতে পারেনি। ফলে ‘বিদ্রোহী’দের গোপন আস্তানা খুঁজে বের করতে অভিযান শুরু করেছে তালিবান। পঞ্জশিরের উঁচু পার্বত্য এলাকায় তল্লাশি চালাতে পাঠানো হয়েছে চারটি হেলিকপ্টার। যুদ্ধের প্রস্তুতি হিসেবে পাঠানো হয়েছে সাঁজোয়া গাড়ি এবং ১০ হাজার তালিবান সেনা! এদিকে, প্রতিরোধ বাহিনীর সূত্রে খবর, আহমেদ মাসুদ পঞ্জশিরেই ((Panjshir) রয়েছেন। সুরক্ষিতই রয়েছেন তিনি। তাঁর দেশছাড়ার খবর সম্পূর্ণ মিথ্যা।তালিবানের উপর বড়সড় হামলার পরিকল্পনা করছেন তিনি। তাই আপাতত লোকচক্ষুর আড়ালে রয়েছেন পঞ্জশিরের ‘সিংহ শাবক’।