বিজেপি সরকার, আর নেই দরকার : স্লোগান উঠল গেরুয়া শিবিরেই

0
1

এবার দলের মধ্যেই দল বিরোধী স্লোগান। গেরুয়া শিবিরের কট্টর সমর্থকরাই স্লোগান তুললেন বিজেপি সরকার, আর নেই দরকার ‘ । অবিশ্বাস্য হলেও এই ঘটনা সত্যিই ঘটেছে । গেরুয়া শিবিরের দুর্গাপুর সংগঠনের এইকাণ্ড দেখে হতবাক সকলে। দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষ্ণণ ঘোড়ুইয়ের নেতৃত্বে দুর্গাপুর থানায় একটি বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় গেরুয়া শিবির। বিক্ষোভ চলাকালীন হঠাৎই দলের প্রায় ২০ থেকে ২৫ জন ‘বিজেপি সরকার, আর নেই দরকার’ বলে স্লোগান দিতে থাকেন। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে যান উপস্থিত বাকি কর্মী সমর্থকরাও। বিজেপি নেতা কর্মীদের এই আচরণ সম্পর্কে বিধায়ক লক্ষ্ণণ ঘোড়ুইকে প্রশ্ন করা হলে তিনি শাক দিয়ে মাছ ঢাকার আপ্রাণ চেষ্টা করতে থাকেন। তাঁর যুক্তি, কর্মীরা ভুল করে ওই শ্লোগান দিয়ে ফেলেছেন। লক্ষ্ণণ বাবুর এই যুক্তিকে অসার এবং হাস্যকর করে পাল্টা কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন তৃণমূল নেতা এবং দুর্গাপুর নগর নিগমের চেয়ারম্যান মৃগেন্দ্রনাথ পাল। তিনি বলেন, ‘মুখ ফস্কে বলে ফেললে তা হয়তো একবার শোনা যেত। কিন্তু যা শোনা গেল তাতে স্পষ্ট বোঝাই যাচ্ছে, কেন্দ্রের মোদি সরকারের লাগামহীন স্বৈরাচারের বিরুদ্ধে এভাবেই জেহাদ ঘোষণা করতে চাইছেন খোদ তাঁর দলেরই নেতা কর্মীদের একটা বড় অংশ। না হলে প্রায় দেড় দু মিনিট ধরে ওই একই শ্লোগান তাঁরা দেবেন কেন ? আসলে বিজেপি কর্মীরা যেটা বলে ফেলেছেন, সেটাই তাঁদের মনের কথা।কারণ তাঁদেরও তো রান্নার গ্যাস থেকে পেট্রল, ডিজেল, সর্ষের তেল সবই কিনতে গিয়ে চোখের জল পড়ছে। তাই মনে মনে নরেন্দ্র মোদি সরকারের পতন কামনা করার শব্দগুলোই স্লোগান হয়ে রাজনৈতিক কর্মসূচিতে ঝরে পড়েছে ‘। বিজেপি কর্মীদের এমন আচরণে এখন আক্ষরিক অর্থেই চরম অস্বস্তিতে গেরুয়া শিবির। সবাই ঘটনার দায় ঝেড়ে ফেলার মরিয়া চেষ্টা করে চলেছেন।