MS Dhoni: ব্যাট কামরাচ্ছেন মাহি, কিন্তু কেন? উত্তর দিলেন ক‍্যাপ্টেন কুলের প্রাক্তন সতীর্থ

0
2

ব্যাট কামড়ে খবরের শিরোনামে চেন্নাই সুপার কিংসের (CSK) অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (Ms Dhoni)। রবিবার দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে ম্যাচ চলার সময় এমন এক কান্ড ঘটালেন ‘ক্যাপ্টেন কুল’, যা রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। দেখা যায় রবিন উথাপ্পার পাশে বসে ব্যাটে কামড় দিচ্ছেন মাহি! কিন্তু কেন ব্যাটে কামড় বসালেন সিএসকে সেনাপতি? কারণ ব্যাখ্যা করলেন তাঁর টিম ইন্ডিয়ার (Team India) একদা সতীর্থ অমিত মিশ্র (Amit Mishra)।

বয়সটা তাঁর কাছে সত্যি সংখ্যা মাত্র। ৪০ বছর বয়সেও আইপিএল-এ দাপিয়ে খেলছেন সিএসকে অধিনায়ক। তবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে একেবারে অন্য ভাবে দেখা গেল ধোনিকে। একটি ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, ব্যাট কামরাচ্ছেন মাহি। ভক্তরা প্রশ্ন করতে থাকেন, এটা ধোনি কী করছেন? স্বাভাবিক ভাবেই এই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি চেন্নাই সুপার কিংস অধিনায়কের থেকে।

তবে ধোনি উত্তর না দিলেও তাঁর প্রাক্তন সতীর্থ অমিত মিশ্র এর উত্তর দিয়েছেন। টুইট করে তিনি লেখেন, “আপনি ভাবতেই পারেন, কেন ধোনি ওর ব্যাট খাচ্ছেন,  আসলে ধোনি ওর ব্যাট থেকে টেপ বের করছে। ধোনি তার ব্যাট পরিষ্কার রাখতে পছন্দ করে। ওর ব্যাট থেকে একটা সুতোও বেরিয়ে থাকতে দেখা যায় না।”

আরও পড়ুন:Ms Dhoni: দিল্লির বিরুদ্ধে খেলতে নেমে অনন্য নজির গড়লেন ক‍্যাপ্টেন কুল