Himashree Roy: রাজ‍্য অ‍্যাথলেটিক্স মিটে মহিলাদের ১০০ মিটার দৌড়ে নতুন রেকর্ড গড়লেন হিমাশ্রী রায়

0
1

রবিবার রাজ‍্য অ‍্যাথলেটিক্স মিটে মহিলাদের ১০০ মিটার দৌড়ে নতুন রেকর্ড গড়লেন হিমাশ্রী রায় (Himashree Roy)। রবিবার ভেঙে দিলেন তাঁরই পুরোনো রেকর্ড। হিমাশ্রী নিজের রেকর্ড (১১.৬ সেকেন্ড) ভেঙে গড়লেন নতুন রেকর্ড (১১.৩ সেকেন্ড)। জিতলেন সোনা। তবে সোনা জিতলেও মন খারাপ হিমাশ্রীর।

জলপাইগুড়ির মেয়ে হিমাশ্রী  বললেন,” যখনই একটা লক্ষ‍্য নিয়ে এগোতে চাইছি ঠিক তখনই কিছু অঘটন ঘটছে। ২০২১ অলিম্পিক্সের জন‍্য একটা ট্রায়াল হওয়ার কথা ছিল। তার জন‍্য প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু করোনার কারণে সেই ট্রায়াল বাতিল হল। আবার এবারের এশিয়ান গেমসের জন‍্য তৈরি হচ্ছিলাম সেটাও স্থগিত হয়ে গেল। গত দুটি বছর আমার নষ্ট হয়ে গেল। এরপরও মন ভাল থাকে? তবুও আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে পদক আনতে আগামী বছর এশিয়ান গেমসের জন্য প্রস্তুতি নিচ্ছি।”

এদিকে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছেন সফিকুল মন্ডল। তিনি সময় নেন ১০.৫ সেকেন্ড। রবিবার রাজ‍্য মিটে দলগত ভাবে প্রথম হয়েছে ইস্টবেঙ্গল। দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে মোহনবাগান ও উত্তর ২৪ পরগনা।রাজ‍্যমিটের শেষদিনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু।

আরও পড়ুন:DHFC: সোমবার থেকে প্রস্তুতি শুরু অভিষেকের ক্লাবের, দলের গোলকিপার কোচ হলেন অভ্র