- আজ ২৫শে বৈশাখ। কবিগুরুর জন্মদিনে দিকে দিকে পালিত হচ্ছে রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠান।
- ফের প্রকাশ্যে বঙ্গ বিজেপিতে গোষ্ঠী কোন্দল। বড়সড় ভাঙ্গন বারাসত জেলা কমিটিতে। জেলা সভাপতির বিরুদ্ধে তোপ দেগে একযোগে ইস্তফা দলেন ৫ জন নেতা।
- শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে অশনি। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট এই ঘূর্ণিঝড় গতি বাড়িয়ে ঘণ্টায় ১৪ কিলোমিটার বেগে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। বিশাখাপত্তনম থেকে পোর্ট ব্লেয়ার থেকে ৫০০ কিলোমিটার পশ্চিমে, বিশাখাপত্তনম থেকে ৮১০ কিলোমিটার দক্ষিণে এবং পুরী থেকে ৮৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি।
- ‘অশনি’-র জের! বাতিল হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়্র প্রশাসনিক বৈঠক। ১০ ও ১১ তারিখের বদলে তিনি পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে যাবেন আগামী ১৭ এবং ১৮ তারিখ। দুই জেলায় পূর্ব নির্ধারিত কর্মসূচি সেরে কলকাতায় ফিরবেন ১৯ তারিখ।
- তৃণমূলের সদর কার্যালয়ের উদ্বোধন করতে গুয়াহাটি যেতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার আসাম তৃণমূল সূত্রে এমনটাই জানানো হয়েছে। একদিনের সফরে আগামী ১১ মে গুয়াহাটি যাবেন তিনি।
- পাহাড়ি রাস্তা ধরে যাওয়ার পথে ভয়ংকর দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেল যাত্রীভরতি গাড়ি। জখম কমপক্ষে ১২ জন। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে কালিম্পংয়ের চুইখিম এলাকায়। আহতরা ভরতি ওদলাবাড়ি হাসপাতালে।
- এক তরুণীর সঙ্গে বন্ধুত্ব করে তাঁকে ধর্ষণ করার অভিযোগ উঠল এক মন্ত্রীর ছেলের বিরুদ্ধে। নির্যাতিতা জানিয়েছেন, তাঁকে দিল্লি এবং জয়পুরে বহুবার ধর্ষণ করেছেন মন্ত্রীপুত্র । যে মন্ত্রীর ছেলের বিরুদ্ধে অভিযোগ, তিনি রাজস্থানের অশোক গেহলট সরকারের মন্ত্রিসভার সদস্য। রাজস্থানে কংগ্রেসের প্রথম সারির নেতা। তাঁর পুত্রের বিরুদ্ধে দিল্লি পুলিশের কাছে ধর্ষণের অভিযোগ লিখিয়েছেন জয়পুরেরই এক তরুণী।
- যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আচমকাই ‘সারপ্রাইজ ভিজিটে’ মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন !রবিবার তিনি ইউক্রেনের উঝহর্ডে পৌঁছন। দেখা করেন ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কার সঙ্গে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.







































































































































