২৫ শে বৈশাখের ভোরে জলপাইগুড়ির ফুলবাড়ি সংলগ্ন জটিয়াখালিতে লোকসঙ্গীত শিল্পী সহ দুজনের মৃত্যু হয়েছে। মারাত্মক জখম হয়েছেন আরও ৬ জন। তাদের সকলকেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সকলের অবস্থাই অত্যন্ত আশঙ্কাজনক। মৃতদের নাম কল্যাণীর লোকসংগীত শিল্পী কৃষ্ণ বিশ্বাস এবং তাঁর গাড়িচালক ভোলে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে নদিয়ার লোকসঙ্গীতের দলটি কোচবিহারে অনুষ্ঠান করতে গিয়েছিল। সেখান থেকে অনুষ্ঠান সেরে ফিরছিল তারা। একটি ছোট গাড়িতে চড়ে ফিরছিলেন ওই লোকসঙ্গীতের শিল্পীরা। তবে শিলিগুড়ি পৌঁছনোর আগেই ঘটে গেলো এই মর্মান্তিক দুর্ঘটনাটি। সোমবার ভোরে একটি দাঁড়িয়ে থাকা লরির পিছনে এসে সজোরে ধাক্কা মারে ছোট গাড়িটি। দুর্ঘটনা গ্রস্ত গাড়িটিকে জলপাইগুড়ি থানার পুলিশ উদ্ধার করেছে। গাড়ির ভিতর থেকে বেশ কয়েকটি ছোট বাদ্যযন্ত্র, লোকসংগীত দলের সাইন বোর্ড উদ্ধার করে পুলিশ। ।

































































































































